গতকাল সোমবার ঈদের দিন রাতে শ্রীমঙ্গলে মৃদু ভূমিকম্প অনুভুত হয়েছে। কয়েক সেকেন্ড স্হায়ী এ ভূমিকম্পের সময় আতংকিত মানুষজন দ্রুত বাসাবাড়ি থেকে বেড়িয়ে আসেন। তবে কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায় নি।
গতকাল সোমবার রাত ৮ টা ৪৩ মিনিটের দিকে শ্রীমঙ্গলে এ ভুমিকম্প অনুভুত হয়। এ সময় বহুতল ভবনসহ বাসাবাড়ি কেঁপে উঠে।
শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা নাজমুল হোসেন জানান, তিনি ওই সময় তার ৪ তলা ভবনের ৪ তলায় বাসায় চেয়ারে বসে কাজ করছিলেন। এ সময় বাসাটি কেঁপে উঠে। তিনি ছেলেমেয়ে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন।
শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ওই সময় তিনি খাটে শুয়ে শুয়ে টিভি দেখছিলেন। এ সময় তার খাটটি কাপতে থাকে।
ঢাকা আবহাওয়া অফিস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১।