বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসরে কারনে থমকে গেছে জীবন,কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে সাধারন মানুষ। করোনা ভাইরাসের প্রথম থেকে নওগাঁ সদর ও সাপাহার উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবী ফিরোজ আহম্মদ।
তিনি বিরতীহীন ভাবে নিজস্ব প্রাইভেটকারে খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল, সব্জি,আটার প্যাকেট, মাস্ক, ছোট শিশুদের জন্য খাবার, ঈদ সামগ্রী হিসেবে লাচ্ছা সেমাই, চিনি, নগদ অর্থ এবং ২ উপজলোর বিভিন্ন গ্রামে গ্রামে উপস্থিত হয়ে নিজ হাতে বিতরণ করতে দেখা গেছে। ব্যবসায়ী ফিরোজ আহাম্মদ জানান, মহামারি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায়, নিন্মমধ্যবিত্ত, মধ্যবিত্তদের গোপনে টোকেন দিয়ে দোকান থেকে চাউল দিয়েছি। উপজেলায় আমি সর্বপ্রথম ত্রাণ ও খাদ্যসামগ্রী দিতে শুরু করি এবং এই মহুতি উদ্যোগ নেওয়ার জন্য অনেকে আমাকে সাদুবাদ জানিয়ে এবং আমার ত্রাণ সামগ্রী দেওয়া দেখে আমার বন্ধু বান্ধব সহ অনেকে এই ত্রাণ সামগ্রী দিতে শুরু করেছে।
তিনি আরো জানান, আমার জমানো টাকায় এ বছর আমি পাকা বাড়ি করতে চেয়েছিলাম কিন্তু মহামারি করোনা ভাইরাসে কর্মহীন অসহায় মানুষদের কথা চিন্তা করে আমি আমার জমানো টাকা থেকে বাড়ি না করে ত্রাণ সামগ্রী দিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছি । আমার শেষ সম্বল থাকা পর্যন্ত আমি করোনাকালে অসহায়দের সহযোগিতা করে যাব। এটাও একটা যুদ্ধ ক্ষেত্র। বেঁচে থাকলে বাড়ি করতে পারবো তাই আমার বাড়ি করার জন্য জমানো টাকা গুলো থেকে আমি অসহায়দের অকাতরে সহযোগিতা করছি ।