ঈদ উল ফিতর উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় নতুন করে ২০ টি দরিদ্র পরিবারের বাড়িবাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিলো সাংবাদিক শিমুল হাসান যুব-শিশু ফাউন্ডেশন। নভেল করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে পড়া অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে সংগঠনটি। এছাড়াও পৌর প্রেস ক্লাবের তত্বাবধানে সংগঠনটি সাংবাদিকদের মধ্যে নগদ টাকা ও ভোজ্য তেল বিতরণ করেছে।
সূত্র জানায়, রবিবার সকালে লোহাগড়া পৌরসভার রাজুপুর, লক্ষীপাশা, রামপুর, খলিশাখালী এলাকার ২০ টি দরিদ্র পরিবারের মধ্যে পোলাও চাল, সেমাই, চিনি, কিচমিচ, গুড়া দুধ দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ চঞ্চল শেখ, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি শেখ ইকবাল হাসান শিমুল, পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান, সাংবাদিক রইচ উদ্দিন টিপু, শিক্ষক কাজী আল মামুন, সমাজ সংগঠক মোঃ হাসান, মোঃ মিরাজ, সাহেব আলী প্রমুখ। মোঃ শরিফুজ্জামান জানান, দুপুরে পৌর প্রেস ক্লাবের আয়োজনে ঈদ উপলক্ষে সদস্যদের মধ্যে নগদ টাকা ও ভোজ্য তেল বিতরণ করা হয়েছে।