জামালপুরের সরিষাবাড়ীতে গত ২৪ মে রোববার সকাল ৭ টায় ১৩টি গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
সরিষাবাড়ির দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ ঈদগা মাঠের ইমাম মাওলানা আজিম উদ্দিন বলেন, আমার পিছনে ১৩টি গ্রামের ৬ শতাধিক মুছুল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
দক্ষিণ বলারদিয়ার আজিম উদ্দিন মাষ্টারের বাড়ি জামে মসজিদ সূত্রে জানা যায়, পৌরসভার দক্ষিণ বলারদিয়ার আজিম উদ্দিন মাষ্টারের বাড়ি জামে মসজিদ মাঠে প্রতি বছরের ন্যায় এ বছরও মুলবাড়ি, বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ, বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগা এই ১৩টি গ্রামের প্রায় ৬ শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ মাঠে সকাল ৭ টায় ইমাম মাওলানা আজিম উদ্দিন ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
বলারদিয়ার গ্রামের শাহা আলী(৬২) বলেন, মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে আমরা ১৫ বছর ধরে রোজা ও ঈদুল ফিতরের নামাজ পড়ে আসছি।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো: ফজলুল করিম তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন এরা প্রতিবারের মত সৌদি আরব তথা মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করে থাকে তার ধারাবাহিকতায় এবারও নামাজ পড়েছেন।