রংপুরের তারাগঞ্জে ট্রাক চাপায় দুই সাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর প্রায় সাড়ে ১২টায় তারাগঞ্জের ইকরচালী ইউনিয়নের বরাতী মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ইকরচালী ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে শরিফুল ইসলাম (২৪) ও একই গ্রামের খোরশেদ আলমের ছেলে হেলাল উদ্দিন (১৪) বাইকেল যোগে বাড়ি থেকে তারাগঞ্জ বাজারে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা সৈয়দগামী একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। । তাদের চাপা দেয়া দিনাজপুর-ট-১১-০১৬৬ নম্বর ট্রাকটি ধান খেতে গিয়ে পড়ে। ট্রাকটির ড্রাইভার ও হেলপার তাৎক্ষনিকভাবে গা ঢাকা দিলেও ট্রাকটি বর্তমানে তারাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও আমিনুল ইসলাম ও ইকরচালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।