নিজের খাবার বিলিয়ে দিব, অনাহারির মুখে, বিলিয়ে দেওয়ার মাঝে যে অসীম সুখ, ১০০টি অনাহারী দুস্থ পরিবারের মাঝে গরুর মাংশ বিলিয়ে দিয়ে সেই সুখটা পরিপূর্ন ভাবে গ্রহন করলেন মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মোহন। আজ সকালে গোলাপনগর মুকুল ক্লাবে একটি তরতাজা গরু জবাই করে বিলিয়ে দেওয়া হয় মাংশ। করোনা দূর্যোগে কর্মহীন শ্রমজীবি মানুষেরা ঈদের দিনের জন্য ১ কেজি মাংশ, ঈদ সামগ্রী হিসেবে চাউল, চিনি, সেমাই, দুধ, কিসমিচ এবং মসলা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে এসব দুস্থ অনাহারী মানুষ। জীবন রহমান মোহন এর হ্যালো মোকারিমপুর সংগঠন টি সার্বিক কর্মকান্ড বাস্তবায়ন করে। মহতি এ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিলিয়ে দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। এসময় উপস্থিত ছিলেন, মোকারিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ অামিরুল ইসলাম মান্নান, ইউপি সদস্য ওহিদুল ইসলাম প্রমুখ।
জীবন রহমান মোহন মালদ্বীপ প্রবাসী। তিনি গোলাপনগর গ্রামের মৃত আতিয়ার রহমানের সূর্য সন্তান। তিনি সূদুর মালদ্বীপে অবস্থান করলেও ভেড়ামারাবাসীর পাশে আছেন সব সময়। করোনা দূর্যোগ কালে তিনি উপজেলার প্রায় ২০০ শ্রমজীবি অসহায় পরিবারের খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং শিক্ষকদের দিয়েছেন নগদ অর্থ। সম্প্রতি মোকরিমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২২০ শিশুকে দিয়েছেন ঈদের নতুন পোশাক। অনেকেই মনে করেন, মুক্তমনা ফেসবুক এক্টিভিষ্ট জীবন রহমান মোহনের এসব সামাজিক কর্মকান্ড ভেড়ামারাবাসীর কাছে অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।