রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম সব সময় অসহায় মানুষের বন্ধু হয়ে, তাদের পাশে থেকে, তাদের কথা চিন্তা করে রংপুর মেট্রোপলিটন পুলিশ’কে এগিয়ে নিয়ে যাচ্ছেন সফলতা সর্বোচ্চ চূড়ায়। আর তারই ধারাবাহিকতায় কমিশনার চিন্তা-চেতনার বাস্তব ফসল “মানবতার বন্ধনে রংপুর “নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গত বছরের ৮ মে এই সংগঠনের যাত্রা শুরু হয়। তারপর দিকনির্দেশনায় মানবতার বন্ধনে এসি কোতয়ালী জোন আরপিএমপি ও সংগঠনের সভাপতি মোহাম্মদ জমির উদ্দিন ও আব্দুল মজিদ খোকনসহ সংশ্লিষ্ট সদস্যবৃন্দ রংপুর মেট্রোপলিটন এরিয়াতে প্রত্যেকটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা খুঁজে খুঁজে এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার নিয়ে দাঁড়িয়েছেন প্রতিনিয়ত। আর এই খাবারগুলো সরবরাহ করে মানবতার বন্ধনে রংপুর সংগঠনকে সহযোগিতা করেছেন রংপুর রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ প্রত্যেকটি সদস্য। কিন্তু আজ করোনা ভাইরাস নামক এই মহামারীর কারনে হোটেলে কর্মরত সেইসব কারিগর গুলো যারা খাবার তৈরি করে মানবতার বন্ধনে রংপুর সংগঠনকে সরবরাহ করতে সহযোগিতা করতেন, আজ তারা বড়ই অসহায় দিন যাপন করছেন। পুলিশ কমিশনার দিত্বীয়বারের মত সেইসব হোটেলের অধীনে কর্মরত, কারিগরদের ঈদের উপহার হিসেবে ১০ দিনের খাবার সরবরাহ করেন।
ঈদ উপহার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিম কমিশনার মানবতার বন্ধনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাঃ আব্দুল আলিম মাহমুদ বিপিএম ।
আরও উপস্থিত ছিলেন মানবতার বন্ধনে রংপুর সংগঠনের সভাপতি সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ জমির উদ্দিন, মানবতার বন্ধনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খোকন, সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ সাধারণ সম্পাদক ও মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কোতোয়ালি থানা কমিটি সদস্য সচিব আব্দুল কাদের দিদার, ইন্সপেক্টর হাবিবুর রহমান সহ মানবতার বন্ধনে রংপুর সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও হোটেল মালিক সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ।