করোনা ভাইরাস ও ঘুর্ণিঝড় আম্ফানে বিপর্যস্ত অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোল্যা তুহিন ইসলামের অর্থায়নে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সূত্র জানায়, রবিবার দুপুরে লক্ষীপাশা মোল্যার মাঠের পাশের্^ বিএনপি নেতারা উপহার সামগ্রী বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম পলাশ। এসময় জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, পৌর যুবদলের আহবায়ক মোঃ রবিউল ইসলাম, যুবদল নেতা শফিকুজ্জামান তারিক , যুবদল নেতা সাইদ আলম শিপলু, যুবদল নেতা সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম, আশিকুর রহমান স্বপন, শাহনেওয়াজ সিকদার মিরাজ, সাবেক ছাত্রদল নেতা ইকবল কাজী, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম মুন্না উপস্থিত ছিলেন।
৫০ টি পরিবারকে চাল, সেমাই, চিনি, দুধ, কিচমিচ, সয়াবিন তেল দেয়া হয়েছে। বিএনপি নেতা সৈয়দ আব্দুস সবুর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় সেবামূলক কাজ করছি। লোহাগড়া পৌর যুবদল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।