আর একদিন পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। দেশের শহরাঞ্চলের মার্কেট পাড়ায় ঈদ উৎসবের আমেজ দেখা গেলেও এবার ঈদ হবে না উপকূলীয় অঞ্চল কয়রায়। আম্পানের আঘাতে ঈদ ম্লান হয়েছে খুলনার কয়রা উপজেলা ৪ টি ইউনিয়নের পান্ িবন্দি মানুষের। ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে কয়রায় প্রায় লক্ষাধিক মানুষ দূর্গত অবস্থায় পানি বন্দি অবস্থায় ঈদ উদযাপন করবে।
সরকারি তথ্যমতে, ঘূর্ণিঝড় আম্পানে খুলনায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ হয়েছে উপকূলীয় উপজেলা কয়রা। ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি, উত্তর বেদকাশি, কয়রা সদর ও মহারাজপুর ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষ দুর্গত হয়েছেন। কয়রার ১৪ টি স্থানে বেড়িবাঁধ ভাঙনে প্রায় ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে দুর্গত অবস্থায় দিনযাপন করছে। এছাড়া কয়রা ৭ টি ইউনিয়নের ৪০ হাজার মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। কয়রার পানি বন্দি মানুষের সাথে কথা বলে জানা যায়, ঈদ উদযাপন তো দূরের কথা মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই অধিকাংশ মানুষের। ঈদের দিনে সবাইকে থাকতে হবে খোলা আকাশের নিচে। ঈদকে ঘিরে কয়রায় ক্ষতিগ্রস্থ পরিবারে নেই কোনো আমেজ। ঈদের দিনটিতে আনন্দ তো দূরের কথা ভালো-মন্দ খাবারও জুটবেনা অনেকের। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় কয়রার অনেক মানুষ আশ্রয় নিয়েছেন ভালো থাকা বাঁধের ওপর। ঝড়ে ধ্বংস হয়ে গেছে অসংখ্য বাড়িঘর, গাছপালা। তলিয়ে গেছে অনেক চিংড়ির ঘের। মৌসুমী সবজির ক্ষেত ভেসে গেছে। অনেক স্থানেই নতুন করে পানি ঢুকে পরায় পানিবন্দি হয়ে পড়ছে নতুন নতুন গ্রাম। কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়েছে। আগে ছিলো করোনার থাবা, এবার যোগ হলো আম্পানের আঘাত।
ঈদ উদযাপন তো দূরের কথা মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই অধিকাংশ উপকূলীয় মানুষের
ঝড়ে ঘর হারানো জোড়শিং গ্রামের আলেয়া বেগম বলেন, সেদিন বাতাস শুরু হলি স্কুলে যাইয়ে উঠলাম। সারা রাইত ঝড়ে ভয় পাইয়ে বইসে ছিলাম। সহালে বাতাস কুমলি বাড়ি ফিরে দেহি আমার ঘরহান ভাইঙে গেসে। এহন আমাগে না আছে থাহার যায়গা, না আছে খাওনের যায়গা।
কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির বলেন, ঈদ উদযাপন তো দূরে থাক কয়রার মানুষ এখন বাঁচার আশা করছে। প্রতিবার জোয়ার আসলেই নতুন করে কয়রার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। কয়রার উত্তর বেদকাশী, সদরসহ বিভিন্ন এলাকা এখনো পানিতে ভাসছে। পানি বন্দি ২নং কয়রা গ্রামের জিয়াদ আলী বলেন, এখনও কয়রায় আসেনি কোনো সাহায্য সহযোগিতা।
কয়রার দক্ষিণ বেদকাশীর বাসিন্দা আবু সাঈদ খান বলেন, ঝড়ে সবার বাড়িঘর ভাঙায় যে বাড়িগুলো একটু ভালো আছে সেখানে দলবেধে সবাই আশ্রয় নিচ্ছে। আমার বাড়িতেও ৬০/৭০ জন আশ্রয় নিয়েছে। জোয়ারের সময় গ্রামবাসীকে নিয়ে বাঁধ পাহারা দিচ্ছি। সেনাবাহিনীর সদস্যরা বাঁধ সংস্কারে ইতিমধ্যে কাজ শুরু করেছে। তাছাড়া করোনা মহামারির এ সময়ে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছিলো, কিন্তু যাদের ঘরই নেই তারা থাকবে কোথায় ? খাবার কিছু নেই, থাকার ঘরে নেই - তাই আমাদের ঈদও নেই।
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, ঘূর্ণিঝড় আম্পানে আমার কয়রায় সব থেকে বেশী ক্ষতি হয়েছে। দ্রুত অনেক স্থানেই বাঁধ সংস্কার কাজ শুরু করা হয়েছে। তবে প্রতিবার জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে যাওয়ার ফলে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা যতদুর সম্ভব চেষ্টা করছি সকল বেঁড়িবাধ অতি দ্রুত সম্ভব সংস্কার করার। ইতিমধ্যে সেনাবাহিনীর তত্ববধানে বাঁধের কাজ শুরু করা হয়েছে। এছাড়া শীঘ্রই উপকূলীয় অঞ্চলে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছাবে বলে জানান তিনি।