রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে আরো একজন কোভিড ১৯ আক্রান্ত রোগী চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। এ নিয়ে হাসপাতালে মৃতের সংখ্যা দুজনে দাঁড়ালো। হাসপাতালের তত্বাবধায়ক ডা, এস কে নুরন্নবী মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে গত ১৫ মে রংপুর নগরীর ধাপ এলাকার বাসিন্দা মফিজ উদ্দিন (৬৭) কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এখানে চিকিৎসাধিন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। হাসপাতালের তত্বাবধায়ক ডা, এস কে নুরন্নবী জানান ওই ব্যাক্তি কোভিট ১৯ ছাড়াও ডায়াবেটিকস সহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন।
এদিকে করোনা হাসপাতালে করনা জয় করায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ষ্টাফ নার্স ও একজন লিফটম্যান এবং ৩ পুলিশ সদস্য সহ ৫ জনকে হাসপাতাল থেকে ছাড় পত্র দেয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন কোভিট ১৯ আক্রান্ত ৩৭ জন আইসোলেশনে চিকিৎসাধিন আছেন।