সারা দেশে করোনা ভাইরাস প্রভাবের ফলে জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষ কর্মহীন ও অসহায় পড়েন। ঐসব কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানর জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কালাই থানা ও পৌর যুবদলের সহযোগিতায় তাদেন মাঝে ঈদসামগ্রী প্যাকেট বিতরণ করেন। ১ কেজি লাচ্ছা-সেমাই, ১ কেজি সাদা-সেমাই, ১ কৌটার দুধ ও ১ কেজি চিনি হাতে পেয়ে খুব খুশি ঐসব কর্মহীন ও অসহায় মানুষেরা। গতকাল শনিবার বিকেলে উপজেলার বালাইট মোড়ে দিনমজুর, রিক্সা-চালক, ভ্যান-গাড়িচালক, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চা-পানের দোকানদার, ভিক্ষুক, তৃতীয় লিঙ্গ, ভবঘুরে মানুষের মাঝে ২শ ৫০টি ঈদসামগ্রী প্যাকেট একএক করে বিতরণের মূখ্য ভূমিকা পালন করেন জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আব্দুল আলিম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মওদুদ আলম, জেলা বিএনপি’র সদস্য মো. সোহেল তালুকদার তাজ, জেলা যুবদলের সহ-সভাপতি মো. তাজ উদ্দিন আহম্মেদ তাজ, জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম লিপ্টন, কালাই থানা জিয়া পরিষদের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ডাঃ আতিকুর রহমান তালুকদার, জেলা যুবদলের সদস্য মেজবাহুল ইসলাম প্রমুখ।
অপরদিকে একই স্থানে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন-এর নিজ উদ্যোগে ১শ ৫০জন কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ হয়েছে।