আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান তাপস করোনায় কর্মহীন হয়েপড়া অসহায়দের দফায় দফায় খাদ্যসামগ্রীসহ নগদ টাকা প্রদান করে মানবতার উজ¦ল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সূত্র জানায়, সাবেক ছাত্র নেতা বর্তমান আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান তাপস কর্মহীন অসহায় মানুষদের আসন্ন ঈদে মুখে একটু হাসি ফোঁটানোর জন্য এক লাখেরও বেশি নগদ টাকা প্রদান করেছেন। এসকল টাকা বিভিন্নভাবে মোবাইলে বিকাশ মাধ্যমে বা প্রতিনিধিদের মাধ্যমে সম্মানের সাথে পোঁছে দিয়েছেন। এর আগে তিনি নড়াইল সদর সহ লোহাগড়া উপজেলার ৭ শতাধিক মানুষের জন্য খাদ্যসামগ্রী দেন। এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত তিনি নগদ সহায়তা করছেন।
হাবিবুর রহমান তাপস জানান, যতদিন করোনার জন্য মানুষ তাদের কাজকর্ম করতে পারবে না,ততদিন আমি আমার সাধ্যমত সহযোগিতা করে যাবো। বিপদের সময় অসহায়দের পাসে না দাঁড়ালে নিজেকে অপরাধী মনে হবে, এজন্য করোনা ভাইরাস নির্মুল না হওয়া পর্যন্ত আমি অসহাদের পাশে থাকবো।