কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর প্রচেষ্টায় পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বীন আনোয়ার ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব মোঃ ইউছুফ হারুন কয়রার ঘুর্নিঝড় আম্ফান ভেঙ্গে যাওয়া ১৩ টি বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। গতকাল শনিবার সকালে স্থানীয় এমপি বাবুর উপস্থিতিতে বাধঁ পরিদর্শন করে তারা কয়রার ক্ষতিগ্রস্থ বাঁধ জরুরী ভিত্তিতে সংস্কার করা হবে বলে জানান। এ ছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সরকারের মাধ্যমে সার্বিক সহযোগিতা করা হবে বলে আশবাদ ব্যাক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মইনুদ্দীন হাসান,কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, ুপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, ইউপি চেয়ারম্যন মোহাঃ হুমায়ুন কবির, আব্দুল্যাহ আল মামুন লাভলু, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাদল প্রমুখ।