নিয়ামতপুরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রীর নিজ অর্থায়নে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ইউনিয়ন ও ওয়ার্ড নেত্রী ও বিভিন্ন দরিদ্র অসহায় ব্যক্তিদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের নিজ বাসভবন হতে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ৭২টি ওয়ার্ডের মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২শ জনকে এ ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাদিরা বেগম । উপহার সামগ্রীর মধ্যে ছিল আতব চাল, চিনি, আটা, সেমাই পাপড়।
শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, প্রমূখ।