পাবনার সুজানগরে আবার লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রাণঘাতী করোনার ভয় উপেক্ষা করে উপজেলার সর্বস্তরের মানুষ সুজানগর পৌর বাজারসহ স্থানীয় বড় বড় হাট-বাজারে ঈদের কেনাকাটায় মেতে উঠায় গত মঙ্গলবার থেকে উপজেলা প্রশাসন এই লকডাউন ঘোষণা করেন। তবে আসন্ন ঈদকে সামনে রেখে লকডাউন ঘোষণা করায় বিশেষ করে পৌর শহরের দোকানীরা ক্ষতির মুখে পড়েছেন। পৌর বাজারের ভুক্তভোগী গার্মেন্টস ব্যবসায়ী জুলহাস হোসেন বলেন সরকার লকডাউন শিথিল করায় ঈদকে সামনে রেখে দোকানে অনেক টাকার মাল তুলেছিলাম। কয়েকদিন বেশ বেচা-কেনাও হচ্ছিল। কিন্তু স্থানীয় প্রশাসন আবার লকডাউন ঘোষণা করায় আমরা ব্যবসায়ীরা ভীষণ ক্ষতির মুখে পড়েছি। সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সুজানগর সার্কেল) বলেন লোকজন ঈদকে সামনে রেখে হাট-বাজার এবং রাস্তা-ঘাটে কোন প্রকার সামাজিত দূরত্ব না মেনে পরস্পর একাকার হয়ে কেনাকাটা এবং চলাফেরা করছিল। এতে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছিল। সেকারণে লকডাউন ঘোষণা করা হয়েছে।