পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের ব্যক্তিগত উদ্যোগে ৪৫‘শ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার তার নির্বাচনী এলাকা পাবনার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নে প্রাণঘাতী করোনায় কর্মহীন দিনমজুরের মাঝে ওই চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র আব্দুল ওহাব প্রমুখ।