নিয়ামতপুরে রবিউল ইসলাম বাচ্চু (৩৫) নামের এক ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজারে অবস্থিত ওই ব্যবসায়ীর মালিকানাধীন শিশির ফার্নিচার নামক দোকানঘর হতে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। নিহত বাচ্চু বগুড়ার দুনট উপজেলার কান্তইল গ্রামের হযরত আলীর ছেলে।
জানা যায়, ওই ব্যবসায়ী প্রায় দশ বছর পূর্বে খড়িবাড়ী বাজারে এসে শিশির ফার্নিচার নামক একটি কাঠের ফার্নিচার তৈরীর কারখানা গড়েন। বিয়েও করেন পাশ্ববর্তী রশিদ পাড়া গ্রামের একরামুল মোল্লার মেয়েকে।
থানা পুলিশ জানায়, ঘটনার রাতে বাচ্চু অন্যান্য দিনের মত দোকনেই ছিল। বেলা ১০ টার দিকে দোকানের কর্মচারীরা কাজ করতে আসলে দোকানের দরজা ভিতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও ভিতর থেকে কোন সাড়া না এলে এমন ঘটনায় মনে সন্দেহের সৃষ্টি হয় এবং দরজার ফাঁক দিয়ে দেখেন যে তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন তিনি। এ সংবাদ পুলিশকে জানালে বিকালে এসে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
ওসি হুমায়র কবির জানান, নিহত ব্যক্তির জুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এক প্রশ্নে জবাবে তিনি বলেন রিপোট পেলেই বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।