করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুরক্ষা পেতে নড়াইলের কালিয়ায় স্বাস্থ্য বিধি না মেনে জনসংগম করার দায়ে ১১জন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৯ মে) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজিবুল আলম কালিয়া ও কলাবাড়ীয়া বাজারে পৃথকভাবে পরিচালিত অভিযানে গার্মেন্টস ও মুদি ব্যবসায়ীসহ ১১ জনকে নগদ ২১ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কালিয়া পৌরশহর বাজারে সকাল ৯টায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি না মানায় উপজেলার নওয়াগ্রামের ডাবলু মোল্যা, সিতারামপুর গ্রামের রুবেল মোল্যা এবং কলাবাড়ীয়া বাজারে সকাল ১১টায় অভিযান চালিয়ে কলাবাড়ীয়া গ্রামের সাহিদুল ইসলাম মৃধা, সবুর মল্লিক, জমির মোল্যা, পরাণ শেখ, আশিক সরদার, তৈয়েবুর রহমান শেখ, এনায়েত সিকদার, ওহিদুজ্জামান সিকদার ও আলমগীর সিকদারসহ মোট ১১জনকে ভ্রাম্যমান আদালত কর্তৃক সর্বমোট ২১হাজার টাকা জরিমানার করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজিবুল আলম জানান, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১১জন ব্যবসায়ীকে পৃথক পৃথকভাবে এ জরিমানার আদেশ দেয়া হয়েছে’।