করোনা পরিস্থিতির কারণে বেকার ও অসহায় হয়ে পড়া সহস্রাধিক মানুষের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল।
মঙ্গলবার সকাল ১০ টায় কুড়িগ্রাম আলীয়া কামিল মাদ্রাসা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে সেমাই, চিনি তেল, চাল ও আলুর এ ঈদ উপহার বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কপিল উদ্দিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল.জেলা বিএনপির সদস্য আরিফ হোসেন, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান যোবায়ের হিমেলসহ নেতৃবৃন্দ।