নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা বিশ্বাস পাড়ায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য স্বল্প মুল্যে খাদ্য শস্য বিতরণ কেন্দ্র গিয়ে দেখা গেছে, সংশ্লিষ্ট ডিলার আবদুল করিম বিশ্বাস আগত সকল সুফল ভোগীদের মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে খাদ্য বান্ধব কর্মসুচীর চাউল বিতরণ করছেন।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ডিলার আবদুল করিম বিশ্বাস জানান, উপজেলায় যাতে মহামারি করোনা ভাইরাস বিস্তার লাভ করতে না পারে সে জন্য তিনি তার অবস্থান থেকে এই সীমান্তবর্তি কলমুডাঙ্গা এলাকার হত দরিদ্র জনগোষ্ঠি ও সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি দোকানে সামাজিক দুরুত্ব বজায় রেখে নির্ধারিত দিন গুলোতে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে হত দরিদ্রদের মাঝে চাউল বিতরণ করছেন। বর্তমান সময়ে চলমান করোনা সংকট মোকাবেলায় তিনি সকল কে এক যোগে কাজ করার আহব্বান জানান।