কসবা প্রেসক্লাবকে ৫টি পিপিই উপহার দিলেন কসবা উপজেলা পরিষদ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভুইয়া জীবন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের হাতে পিপিই তুলে দেন। এ সময় কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, অর্থ-সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল উপস্থিত ছিলেন। উল্লেখ প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের নেতৃত্বে সাংবাদিকরা মাঠ পর্যায়ে করোনার শুরু থেকেই পেশাগত দায়িত্ব পালনসহ মানবিক সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ কাজ করে যাচ্ছেন। এজন্য উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের ভূঁয়শী প্রশংসা করেন।