ঈদের মাঠ বা কবরস্থান পাকাকরণ কাজ সাধারণত স্থানীয়ভাবে সংগৃহিত অর্থায়নে করা হয়। কিন্তু এবার আসন্ন ঈদকে সামনে রেখে পাবনার সুজানগরের খয়রান-দুর্গপুর গ্রামের বিশাল ঈদগাহ মাঠটি সরকারি অর্থায়নে পাকা করা হচ্ছে। এতে এলাকাবাসী ভীষণ খুশি।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, খয়রান গ্রামের কৃতী সন্তান কৃষি ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আবদুল খালেক খানের প্রচেষ্টায় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মমন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহেম্মেদ’র সরাসরি সহযোগিতায় প্রায় ১০লক্ষ টাকা ব্যয়ে ওই মাঠের পাকাকরণ কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে পাকাকরণ কাজের ৭৫ভাগ শেষ হয়েছে। শিগগিরই সম্পূর্ণ কাজ শেষ হবে বলে উপজেলা প্রকৌশলী আবুল হাশেম জানান। ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি আবদুল জব্বার মাস্টার বলেন খয়রান-দুর্গাপুর গ্রামের হাজার হাজার মানুষ মাঠটিতে ঈদের নামাজ আদায় করেন। মাঠটি কাঁচা থাকায় একটু বৃষ্টি হলেই নামাজ পড়া ব্যহত হতো। কিন্তু দীর্ঘদিন পরে হলেও সরকারি অর্থায়নে মাঠটি পাকা হওয়ায় এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হলো।