প্রাণঘাতী করোনায় সংক্রমণের ভয়কে উপেক্ষা করে পাবনার সুজানগরে চলছে জমজমাট ঈদ মার্কেটিং। সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারের বিপণী দোকান গুলোতে মানুষের উপচে পড়া ভীড়। কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনেই চলছে ঈদের কেনাকাটা। বিশেষ করে সুজানগর পৌর শহরের দোকানপাট গুলোতে মানুষের ভীড় চোখে পড়ার মতো। স্থানীয় প্রশাসন সামাজিত দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে মাইকিং করাসহ বিভিন্ন পদক্ষেপ নিলেও তাতে কোন ফল হচ্ছেনা। প্রশাসনের নির্দেশনা উপক্ষো করে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের অধিকাংশ পোশাকের দোকানে চলছে জমজমাট কেনাকাটা। শহরের অন্যান্য দোকানপাটেও মানুষের একই রকম ভীড়। এককথায় নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়াও সকল দোকানপাটে মানুষের ভীড় চোাখে পড়ার মতো। সুজানগর এনএ কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুল হালিম বলেন মানুষের মধ্যে করোনার কোন ভয় নেই। ধনী দরিদ্র থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষ অন্যান্য বছরের নায় এ বছরও ঈদের কেনাকাটায় মেতে উঠেছে। হাট-বাজারে মানুষের ভীর দেখে মনে হয় দেশে করোনা বলে কোন ভাইরাস নেই।