আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলামান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতর বা ঈদ কে সামনে রেখে ঝিনাইদহ কালীগঞ্জ শহরে জমে উঠেছে ঈদের বাজার। দিন যত ঘুনিয়ে আসছে, কাপড়ের দোকান ও গার্মেন্টস দোকান গুলোতে বাড়ছে ভীড়। দেখা গেছে, পুরুষ ক্রেতাদের চেয়ে নারী ও শিশু ক্রেতাদের সমাগম অনেক হারে। দেশে এখন করোনায় আক্রমণ চলছে কিন্তু দোকানের দিকে তাকালে মনে করোনা নিয়ে কার ও কোন চিন্তাই নেই। দরকার তাদের উ্ৎসবের নতুন জামা কাপড়। কালীগঞ্জ শহরের দোকান গুলো সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকছে। কিন্তু শহর ও গ্রাম এলাকা থেকে বেশির ভাগ মহিলারা তাদের ছোট ছোট শিশু বাচ্চা নিয়ে পছন্দের জামা কাপড় কিনতে আসছে। প্রতিটি গার্মেন্স, জুতার দোকান, ও কসমেটিস দোকানে উপচে পড়া ভীড়। ক্রেতারা কোন ভাবেই করোনার যে সচেতনা তা আদেও মানছে না। ফরে প্রশাসনিক ভাবে বেশ কিছু দোকানে জরিমানা ও করেছে।
প্রতিদিন সকাল ৮ টার পর থেকেই বিকাল ৪ পর্যন্ত কাপড়ের মার্কেট গুলোতে কেনাকাটা ব্যাস্ত সময় অতিবাহিত করছে ক্রেতা ও বিক্রেতারা। এদিকে কালীগঞ্জ উপজেলা সদর সহ ৬টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার গুলো ঘুরে দেখতে গিয়ে কাপড় ব্যবসায়ীদের সাথে কতা বলে জানা যায়,গত বছরের চেয়ে এবছর কাপড় ক্রেতারা তাদের পছন্দনীয় পোশাক ক্রয় করার জন্য বেশি ভীড় পরিলক্ষিত হচ্ছে এর ফলে বেচাবিক্রি ও অনেকটাই ভাল হওয়ায় মনের আনন্দে দোকানদারী করছি আমরা ব্যবসায়ীরা। দোকান ব্যবসায়িরা বলছে ক্রেতাদের ভীড়ের কারণে মনে হচ্ছে না দেশে কোন অভাব আছে।
কয়েকজন কাপড় ক্রেতার সঙ্গে কথা হলে তারা জানান, আমাদের বছরের প্রথম ঈদ হচ্ছে ঈদুল ফিতর। এই ঈদে পরিবারের ছোট বড় সবাই মিলে নতুন জামা ক্রয় করে থাকি প্রতি বছরই। কিন্তু গত বছরের চেয়ে এবছর পছন্দনীয় পোশাকের দাম অনেক হারেই বৃদ্ধি পেয়েছে। এর ফলে গরীব ও মধ্যবিত্তরা পোশাক ক্রয় করতে হিমসিম খাচ্ছে। এই ঈদকে সামনে রেখে গার্মেন্টস ও থান কাপড় ব্যবসায়ীরা গত বছরের লোকসান এবছর পুষিয়ে নেওয়ার আশা করছে অনেকেই। আবার কালীগঞ্জ শহরে বেশ কিছুদিন লকডাউন থাকার কারণে ব্যবসায়িরা কাপড় বিক্রি করে তাদের লোকসান পুষিয়ে নিচ্ছে। ব্যবসায়িরা বলছে এবার ক্রেতাদের সাথে বেশি কথা বলতে হচ্ছে না, অল্প কথায় এক দামে তাদের পছন্দের পোশাক কিনে নিয়ে যাচ্ছে। গত ৪ দিন যাবত শহরে নারী ও পুরুষের ভীড় চোখে পড়ার মত। রিমঝিম গার্মেন্স দোকানে আবদুস সামাদ জানান, দোকানে ক্রেতাদের ভীড় ব্যাপক হারে বাড়ছে। এবার ঈদে ক্রেতাদের সাথে তেমন বেশি একটা কথা বলতে হচ্ছে না। অল্প কথায় কাপড় বিক্রি হয়ে যাচ্ছে। অপরদিকে টেইলার্সের মালিক জাহাঙ্গির আলম জানান, লগডাউন তুলে দেবার পর থেকে সাধারন কাপড় তৈরির জন্য ব্যাপক হারে বেড়েছে নতুন তৈরি পানজাবি, মেয়েদের নানা ধরনের পোশাক।
কাপড় ব্যবসায়ীরা ঈদ কে সামনে রেখে বিভিন্ন ডিজাইনের পোশাক দোকানের সামনে ক্রেতাদের আকর্ষণের জন্য টাঙ্গিয়ে রেখেছেন। বর্তমানে ঈদ মার্কেট গুলোতে দিন দিন উপচে পড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। তবে এবার পুরুষ ক্রেতাদের চেয়ে নারী ও শিশু ক্রেতাদের সমাগম হচ্ছে ঈদের মার্কেট গুলোতে। অনেক ক্রেতা তাদের পোশাক ক্রয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রীক ক্রয় করতে দেখা যাচ্ছে। ঈদ কে সামনে রেখে কালীগঞ্জ শহরে সর্বত্রই দিন দিন জমে উঠছে ঈদের বাজার। অপরদিকে ঈদ কে সামনে রেখে অবিরাম ভাবে দর্জির দোকান গুলোতে চলছে পোশাক তৈরীর কাজ।