কসবায় করোনা আতংকে এলাকার অসহায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী জাগ্রত আধুনিক কল্যান ফাউন্ডেশন। সোমবার (১৮ মে) দুপুরে এই ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার গরীব অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে ইউনিয়নের শ্যামবাড়ী ও নিমবাড়ী গ্রামের ৪শ পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পোলাউর চাল, পেয়াজ, আলু ও গরুর মাংস । জাগ্রত আধুনিক কল্যাণ ফাউন্ডেশন তিনটি গরু জবাই করে খাদ্য সামগ্রীর সাথে প্রতি পরিবারকে ১ কেজি করে মাংস বিতরণ করেন। প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম। এ সময় জাগ্রত আধুনিক কল্যান ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রনি ভুইয়া শামি, রাসেল ভুইয়া, পারভেজ ভুইয়া, শামিম চৌধুরী, আমজাদ চৌধূরী, ডা: আল আমিন, শহিদুল ইসলাম রঞ্জু, ওবায়দুল হক, শাকিল রানা ও সাদ্দাম হোসেনসহ অন্যরা।