টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি ব্যবসায়ীর অবৈধ ট্যাফে ট্রাক্টরের চাপায় এরশাদ (২৮) নামের যুবক নিহত হয়েছে। সোমবার উপজেলার ডুবাইল ইউনিয়নের ধানকী মহেড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এরশাদ ফাজিলহাটি ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। এলাকাবাসী জানায় এলেংজানী নদী থেকে মাটি উত্তোলন করে বহনের সময় ধানকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটে ট্রাক্টর চাপা পড়ে এরশাদ ঘটনাস্থলে নিহত হয়। এলাকাবাসীর অভিযোগ ডুবাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ রাজিব মিয়া দির্ঘদিন ধরে এলেংজানী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ব্যবসা করছে। করোনাকালে এলাকার মাটির ব্যবসা বন্ধ থাকলেও ক্ষমতার দাপটে যুবলীগ নেতার ব্যবসা এখনও বন্ধ হয়নি।