কসবায় করোনা আতংকে এলাকার অসহায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য বিতরন করলেন উপজেলার খেওড়া গ্রামের মরহুম নান্নু মেম্বারের পরিবার। সোমবার (১৮ মে) দুপুরে খেওড়ায় মরহুম নান্নু মেম্বারের নিজ বাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয় । মরহুম নান্নু মেম্বারের প্রবাসী ছেলেদের অর্থায়নে ঈদ সামগ্রী হিসেবে ২৫০টি পরিবারের মধ্যে প্রতি পরিবারকে প্রায় ১৫ কেজি পরিমান খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,তেল,আলু,পেয়াজ,আটা,সেমাই,লবন,সাবান ও চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী । প্রধান অতিথি হিসেবে বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন। এ সময় সাবেক পৌর কাউন্সিলর আবু তাহের, উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মো.ইব্রাহীম, মরহুম নান্নু মেম্বারের বড় ছেলে ইউপি সদস্য মো. জুয়েল মিয়া ও ইতালি প্রবাসী মো.সারোয়ার আলম, মো.হেলাল উদ্দিন ও দলীয় নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য করোনা আতংক শুরু হওয়ার পর একাধিকবার এই পরিবারের পক্ষ থেকে এলাকার গরীব,অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।