সরাইলে নিখোঁজের ৩ দিনপর কবির মিয়া (১৮) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ঢাকাণ্ডসিলেট মহাসড়কের উত্তর দিকে ইসলামাবাদ গ্রামের পূর্ব পাশের খাল থেকে যুবকের লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত কবির বাড়িউড়া গ্রামের সাব্বির মিয়ার ছেলে। পুলিশ, জিডি, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, কবির পিকআপ ভ্যানের হেলপার ছিল। গত ১৪ মে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাজারে কাজ আছে বলে নিজের মুঠোফোনটি নিয়ে বাড়ি থেকে বের হয় কবির। যাওয়ার সময় বাজার থেকে এসে ভাত খাবে বলে জানিয়ে যায়। কিন্তু গভীর রাত পর্যন্ত অপেক্ষার পরও কবির বাড়িতে ফিরেনি। পরে কবিরের ব্যবহৃত মুঠোফোনে (০১৭৩৩-৩১৬৭৬৪) ফোন করিলে রিসিভ না করে কেটে দেয়। কিছুক্ষণ পর আবার একেবারে বন্ধ করে দেয়। ওই রাত থেকে আত্মীয়স্বজন সহ পরিচিত জনদের বাড়িতে সন্ধান করে কোথাও পায়নি। গত ১৭ এপ্রিল রোববার সরাইল থানায় কবির নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার পিতা মো. সাব্বির মিয়া। গতকাল সকালে ইসলামাবাদ গ্রামের লোকজন মাঠে কাজ করতে গেলে পাশের খালে একটি অর্ধগলিত লাশ দেখতে পায়। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কবিরের বাবা সহ স্বজনরা কবিরের লাশ সনাক্ত করেন। পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, গত রোববারে জিডি করার পরই পুলিশ কাজ শুরূ করে। এরইমধ্যে আজ সকালে (গতকাল) লাশের সন্ধান মিয়ে। মূল ঘটনাটি কি? এই হত্যাকান্ডের সাথে কারা জড়িত। কি কারণে যুবকটিকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে? সবকিছু প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চিহিৃত করার চেষ্টা করছি।