নিয়ামতপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের অভিযান উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য গুদাম) মাহফুজ আল আসাদ।
খাদ্য নিয়ন্ত্রক জানান, এবারে নিয়ামতপুর উপজেলার দুটি খাদ্য গুদামে (নিয়ামতপুর ও শিবপুর খাদ্য গুদাম) প্রতি কেজি ধান ২৬ টাকা এবং চাল ৩৬ টাকা দরে ২ হাজার ৫’শ ৪৩ মেঃ টন ধান এবং ১ হাজার ৮’শ ৩৭ মেঃ টন চাল সংগ্রহ করা হবে।
তিনি আরো জানান, ইউনিয়ন ভিত্তিক হাজিনগর ইউনিয়ন হতে ৩০৫, চন্দননগরে ৪১৬, ভাবিচায় ৩৩৮, নিয়ামতপুরে ২৭৮, রসুলপুরে ২৪৯, পাঁড়ইলে ৩৩১, শ্রীমন্তপুরে ৩০৭ এবং বাহাদুরপুর ইউনিয়ন হতে ৩১৯ মেঃ টন ধান ক্রয় করবে সরকার। তাছাড়াও উপজেলার ৩৭টি মিলারের সাথেও চুক্তিবদ্ধ করা হয়েছে চাল সংগ্রহের। সরকারী ভাবে এ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলেন তিনি।