ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নং নলডাংগা ইউনিয়নে প্রধানমন্ত্রী 'র খাদ্য উপহার বিতরন করা হয়েছে। সোমবার বেলা ১১টার সময় ইউনিয়ন পরিষদের সামনে ৫ শ জন কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার ১০ কেজি করে চাল বিতরণ করেন, চেয়ারম্যান মোঃ কবির হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ সংসদীয় আসনের সাংসদ মোঃ আনোয়ারুল আজিম আনার এমপি। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইরফান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আবু জাফর,ও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রবিউজ্জামান প্রমুখ। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (ট্যাগ অফিসার) মোঃ রুবেল হাওলাদার এর উপস্থিতিতে এলাকার ৫শ জন মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।