নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এপি’র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। ১৮ মে সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১শত পিপিই, ৫শ’ গ্লোবস ও ৫শ’ মাস্ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম, ওয়ার্ল্ড ভিশন বিরামপুর এপিসি’র ব্যবস্থাপক কাজল দ্রং, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা আনোয়ার হোসেন, গ্লোরিয়া রোজারিও, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মহিলা কলেজ মাঠে উপজেলার উমার, আলমপুর জাহানপুর ও ধামইরহাট ইউনিয়নের ২৮৮ জনের মাঝে হাইজিনিং কিডস, সাবান, ব্লিসিং পাউডার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও স্যানিটারী প্যাড বিতরণ করে ওয়ার্ল্ড ভিশন।