পাবনায় করোনা দূর্যোগে কর্মহীন নিম্নআয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার সকালে পাবনা সদর উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে পাবনা ক্যাম্পের জেসিও ও অন্যান্য অফিসারের উদ্যোগে শারীরীক দুরত্ব মেনে এসব ত্রাণ বিতরণ করেন সেনা সদস্যরা।
পরে সেনাবাহিনীর সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের মেডিকেল টিম অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।