ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জলবায়ু পরিবর্তনের ঝুঁিক মোকাবেলায় ভাসমান কৃষি পদ্ধতিতে কৃষকের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মধ্যে সবজির চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সরেজমিন গবেষনা বিভাগ কুমিল্লার সহযোগিতায় উপজেলা সদরের কুলিকুন্ডা গ্রামে সুফল ভোগীদের হাতে বিভিন্ন সবজির চারা প্রদান করা হয়। কৃষি গবেষনা ইন্সটিটিউটের কুমিল্লা সরেজমিন গবেষনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ হায়দার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক। বিশেষ অতিথি ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা শ্যামল কুমার ভাওয়াল,উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার পাল,বৈজ্ঞানিক সহকারী হুসাইন কবির,খাজা মোল্লা ও আসাদ মোল্লা।
অনুষ্ঠানে ৫০ জন সুফল ভোগীদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়। ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা,সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের অর্থায়নে কৃষি গবেষনা ইনস্টিটিউটের কুমিল্লা সরেজমিন বিভাগ বাস্তবায়ন করছে। পরে অতিথিবৃন্দ কুলিকুন্ডা গ্রামে ভাসমান বেড়ে সবজি চাষ পরিদর্শন করেন।