ঝিনাইদহের শৈলকুপায় আবারো ৫০ বছর বয়সী এক ব্যাক্তি কে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম নজির জোয়ার্দ্দার, সে শৈলকুপার দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামের মৃত তাসের জোয়ার্দ্দারের ছেলে। রোববার সন্ধায়এ হত্যার ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৮ দিনে ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্যে জোড়া হত্যাকান্ডসহ ৫জন কে পিটিয়ে ও কুপিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটল।
স্থানীয়রা জানিয়েছে, ভাতিজা রাজন জোয়ার্দ্দার (২৮) এর সাথে ঘুড়ি ওড়ানো ও লিচু পাড়া কেন্দ্র করে চাচা নজিরের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজন তার চাচা নজির জোয়ার্দ্দার কে মাথায় ও শরীরে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। তাছাড়ও চাচা এবং ভাতিজার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চলতি রমজান মাসে শৈলকুপা উপজেলাতে একের পর এক হত্যাকান্ড ঘটতে থাকায় জনমনে ব্যাপক উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ অবশ্য দাবি করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।