মুন্সীগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মনিরুজ্জামান তালুকাদার সহ ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় সর্বমোট ৩৯৯ জনে করোনা শনাক্ত হলো।এ পর্যন্ত জেলায় মারা গেছেন ১৪ জন এবং সুস্থ হয়েছেন ৩৮ জন। আজ রবিবার (১৭ মে) জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, নতুন করে সদর উপজেলায় ১২ জন, সিরাজদিখান উপজেলায় ৫ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৫ জন, গজারিয়া উপজেলায় ৬ জন, শ্রীনগর উপজেলায় ৩ এবং লৌহজং উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত জেলা থেকে ২৪৪৭ জনের নমুনা সংগ্রহ করে তা ঢাকায় প্রেরণ করা হয়েছে। আর রিপোর্ট পাওয়া গেছে ২১৪৬টি নমুনার।