করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মাঝে চালনা পৌরসভা বিএনপি ও দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
রোববার বেলা ১২ টায় স্থানীয় আবুল হোসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসাবে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক চেয়ারম্যান খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান, সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, সহসভাপতি ও চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক শেখ শাকিল আহম্মেদ দিলু, জেলা বিএনপিনেতা মিরাজুল ইসলাম, যুবদলনেতা নাদিমুজ্জামান জনি, আশিকুল ইসলাম ফ্রান্স, জেলা ছাত্রদলের সভাপতি আবদুল মান্নান মিস্ত্রি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, চালনা পৌর কাউন্সিলর আইয়ুব আলী কাজী, পৌর বিএনপির সদস্য সচীব আলামিন সানা, বিএনপিনেতা মুনসুর আলী মীর, ইমরান শেখ, এস এম শামিম, শাহাবুদ্দিন গাজী, সাইফুল ইসলাম, জাবেদ শেখ, শেখ তরিকুল ইসলাম নান্নু, নেয়ামত শেখ, মিজান শেখ, নজরুল শেখ, অনিশ সরকার, আবু তাহের শেখ, ইউসুফ শেখ, হাসমত খলিফা, আঃ রহমান বিশ্বাস, অহিদুল শেখ, রবিউল ইসলাম মনা, ফেরদাউস সানা, স্বপ্না সরদার প্রমুখ। অনুষ্ঠানে প্রাথমিকভাবে ২০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ৪ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ১ প্যাকেট লবন বিতরন করা হয়।