সরাইলে ফের ৩০ বয়সের জনৈক ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি শাহবাজপুর পাল পাড়ার বাসিন্ধা। কৃষি ব্যাংক নাসিরনগর শাখার একজন কর্মকর্তা। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আক্রান্ত ব্যক্তি গত ১২ মে জেলা সদর হাসপাতালে নমুনা দিয়েছেন। গত ১৬ মে শনিবার ফলাফল পজেটিভ এসেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সরাইল হাসপাতালকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রোববার সকালে তাঁর বাড়ি শাহবাজপুরের পাল পাড়ায় নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসার নেতৃত্বে একটি টিম হাজির হয়। টিমের অন্য সদস্যরা হলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর এম ও) ডা. আনাস ইবনে মালেক ও সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ। নির্বাহী কর্মকর্তা আক্রান্ত ব্যক্তির বাড়ি সহ মোট ৪টি বাড়ি লকডাউন করে দেন। আর আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রেখে আসেন। তাঁর পরিবারের সদস্য সহ আশপাশের মোট ৪১ জন নারী পুরূষের নমুনা সংগ্রহ করে নিরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসের মাধ্যমে ঢাকায় প্রেরণ করেন মেডিকেল টিম। আর এম ও ডা. আনাস ইবনে মালেক বলেন, ৭ দিন পর আমরা আইসোলেশনে থাকা ব্যক্তির নমুনা সংগ্রহ করে নিরীক্ষা করব। লকডাউনকৃত বাড়ি ঘরের কেউ বের হতে পারবে না। প্রসঙ্গত: গত এপ্রিল মাসের ১৮ তারিখ সরাইলে প্রথম তেরকান্দা গ্রামের এক গৃহবধূ করোনায় আক্রান্ত হয়েছিলেন। ১৯ এপ্রিল জেলা আইসোলেশনে নিয়ে ভর্তি করা হয়েছিল ওই গৃহবধূকে। দীর্ঘ ২০ পর পুরোপুরি সুস্থ্য হয়ে গত ৯ মে বাড়ি ফিরেছেন তিনি। এরপর থেকে সরাইল ছিল করোনামুক্ত।