কসবা পৌর শহরের চড়নাল গ্রামে বৈশ্বিক মহাদূর্যোগ করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে প্রবাসী সাবেক ছাত্র নেতা মো. ফোরকান উদ্দিনের সহযোগীতায় ২২৪ টি পরিবারকে ৫’শ টাকা করে বিতরণ হয়। আজ রোববার (১৭ মে) চড়নাল হেদায়েতুল উম্মাহ মাদরাসা প্রাঙ্গণে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন উপস্থিত থেকে অর্থ প্রদান করে উদ্বোধন করেন।
উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, কসবা পৌরসভার প্যানেল মেয়র মো. আবু জাহের, কসবা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির, যুবলীগ কসবা উপজেলা সভাপতি এম. এ আজিজ, ছাত্রলীগ সাবেক সভাপতি আলী রেজা পলাশ, সাবেক সাধারণ সম্পাদক তারেক মাহমুদ।
মো. ইব্রাহিম জানান, তার বড় ভাই গ্রামের ২২৪জন মানুষের জন্য ১ লাখ ১২ হাজার টাকা ঈদ সহায়তা দিয়েছেন।