জামালপুরের মেলান্দহে নিজবাড়িতে ঝুলে আত্মহত্যা করেছে ছানোয়ার হোসেন টুলু (৩৬)। সে ঝাউগড়া ইউনিয়নের ইন্দ্রবাড়ি গ্রামের এফাজ উদ্দিন ঘুঘু মাস্টারের ছেলে। স্ত্রী মেরি আক্তার জানান কয়েকদিন যাবৎ তিনি মানষিক যন্ত্রনায় কাতরাচ্ছিলেন। ১৭ মে রাতে নিজ ঘরের আরেক কক্ষের ধর্নার সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এসআই আবুল কাশেম জানান-টুলু কিছুদিন আগে একটি এনজিওর’ চাকরি থেকে অবসর নেন। এরপর তিনি আর্থিক সংকটে হতাশা-মানষিকভাবে ভেঙ্গে পড়েন। এই কারণেই হয়তবা আত্মহত্যা করতে পারেন।