করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। প্রায় দীর্ঘ দুই মাস দেশে অঘোষিত লকডাউন চলছে। আর এতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা।
সেই সব মানুষের পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এসএসসি ২০০৩ এর বন্ধুত্ব আজীবন ব্যাচ। করোনার এই সংকটে তারা ৪০টি পরিবারের মাঝে খাবার সামগ্রীী বিতরণ করেছে।
বন্ধুত্ব আজীবন ব্যাচের সদস্যরা জানায়, প্রতি ঈদে গেটটু গেদার যে প্রোগ্রাম থাকে ,সেটা এই বৈশ্বিক মারামারি করোনার কারণে স্থগিত করা হহয়েছে। ওই প্রোগ্রামের অর্থ শ্রমজীবি দরিদ্র মানুষের মধ্যে সাধ্য মত নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী এবং অসচ্ছল বন্ধুদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। রাতের আঁধারে তারা এই খাদ্য সামগ্রী দুস্থদের বাড়ী গিয়ে পৌঁছে দেই।