চলতি মৌসুমে আম বাজারজাত করনের লক্ষ্যে নওগাঁর পোরশায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আম ব্যবসায়ী ও বাগান মালিকগণের সাথে মতবিনিময় করেছেন। শনিবার বিকালে তিনি ঢাকা নিজ অফিস থেকে পোরশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভিডিও কনফারেন্সে ওই মতবিনিময় করেন। আম মালিক ও ব্যবসায়ীদের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আম বাজারজাত করনের জন্য সকল ধরনের সহযোগীতা এবং নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার আশ্বাস দেন। তিনি সরাইগাছি মোড়ে আমের ব্যবসা কেন্দ্র করার জন্য স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহনের জন্য দিক নির্দেশনা দেন। এ সময় তিনি পোরশা-নিয়ামতপুর ও সাপাহার এলাকার যে কোন স্থানে আম প্রসেসিং কেন্দ্র স্থাপন করা হবে বলে জানান। মতবিানিময়ে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, থানা কর্মকর্তা ইনচার্জ শাহিনুর রহমান, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, আম ব্যবসায়ী আবু সাইদ চৌধুরী, হুমায়ন কবির, নুরুজ্জামান শাহ্, আনোয়ার হোসেন মিল্টন সহ ইউপি চেয়ারম্যানগণ ও সাংবাদিকবৃন্দ।