ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার মানুষের জন্য যিনি দিন-রাত সেবা দিয়ে চলেছেন তিনি হলেন সৈয়দা নাফিস সুলতানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পাওয়ার পর থেকে কাজ পাগল এ নারী কর্মকর্তা এ প্রাস্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছেন।
করোনা দুর্যোগে সারাটা দিন-রাত কর্মহীন মানুষের ত্রান আর প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন। চলমান কর্মসুচির অংশ হিসাবে শনিবার সকালে হরিনাকুন্ডু উপজেলার জোড়া পুকুরিয়া গ্রামের বৃদ্ধা শ্রমের ২৫ বাসিন্দাদের মাঝে ৪র্থ দফা খাদ্য ও ইফতার সামগ্রী উপহার হিসাবে তুলে দেন এই নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
এ সময় বাসিন্দারা ইউএনওর কাছে ৪টি ফ্যান ও মশারীর দাবি করেল তিনি দ্রুত বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রতির দেন।