সরাইলে সরকারি ভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা মানছেন না অনেকেই। বিভিন্ন বিপণী বিতাণের এক সার্টার খোলা রেখে কৌশলে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। তাই গত শুক্রবার উপজেলার কালিকচ্ছ বাজারে অভিযান চালিয়ে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত। এর মধ্যে রয়েছে কাপড়ের দোকান, গার্মেন্টস্ সামগ্রির দোকান, টেইলার্স, কসমেটিকস্, জুতার দোকান ও সেলুন। এ ছাড়াও তিন ব্যবসায়ি ও এক ক্রেতাকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা। তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করে বাজারে কিছু দোকান খোলা রাখা হচ্ছে। মাইকিং করে জানানোর পরও তারা মানছেন না। তাই দোকান সিলগালা করে সতর্ক করা হলো। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কালিকচ্ছ বাজারের একাধিক ব্যবসায়ি বলেন, আনোয়ার হোসেন নামের এক কাপড় ব্যবসায়ি আগেই দোকান তালা দিয়ে ভবনের পাঁচতলায় লুকিয়েছিলেন। তাকে সেখান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে প্রকাশ্যে লাঠিপেটা করেছে পুলিশ। আবার জরিমানাও করা হয়েছে।