মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার রাঢিখাল ইউনিয়ন হাতারপারা এলাকায় কৃষকে ৩ একক জমি ধান কেটে দিলেন যুবলীগ নেতাকর্মীরা।
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে করোনা ভাইরাসে কারণে শ্রমিক সংকট হওয়ায় রাঢিখাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত খানে নেতৃত্বে ৩০ সদস্যের একটি টিম গঠন করে কৃষক মরহ বেপারী, সামাদ শেখ, মজিবুর রহমান সহ একাদিক জমির ধান কেটে দেয়।
ধান কাটা বিষয় রাঢিখাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত খান জানান, করোনা ভাইরাসে কারণে শ্রমিক সংকট দেখা দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহব্বানে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল এর নির্দেশনায় আমার নেতৃত্বে ৩০জন নেতা কর্মী নিয়ে আমরা প্রতি শুক্রবার ও শনিবার সাপ্তাহে ২ দিন ধান কেটে দিয়েছে আমারা কৃষকের পাশে আছি ও থাকব।