করোনাভাইরাস (কোভিড-১৯) দুর্যোগে অসহায়, কর্মহীন হয়ে পড়া ৮শত ৫০ হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) বিনাউটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা শামসুল আলম মোল্লার নিজস্ব অর্থায়নে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শওকত আলম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী উসমান গনি খান, প্রেসক্লাব সহ-সভাপতি মো. নাজমুল হক সজল, অর্থ-সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, আওয়ামী লীগ নেতা মহসীন ভুইয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।