করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দেশের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ কমল কৃষ্ণ কুন্ডু। শনিবার পাবনার চাটমোহর হরিসভা মন্দির প্রাঙ্গনে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো,পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন,সাবেক পৌর মেয়র প্রফেসর আঃ মান্নান,প্রবীর দত্ত চৈতন্য,কিংকর সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন। কর্মহীন দরিদ্র ১২ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল,ডাল,আলু,তেল,লবনসহ বিভিন্ন সামগ্রী কিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।