ঈদকে সামনে রেখে পটোলের বাপ্পার ফলন হলেও সঠিক দাম পাচ্ছেন না এলাকার কৃষক এমনই অভিযোগ করলেন কালীগঞ্জের বারবাজার বৃহত্তর সবজির হাটে। দেশে যখন করোনা ভাইরাসের কারণে চলছে লকডাউন গণপরিবহন দোকান পাট অধিকাংশ ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ, তখনই প্রান্তিক কৃষকদের সম্মুখীন হতে হচ্ছে নানান সমস্যয়।
বারবাজার বৃহত্তর সবজির বাজার থেকে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি দরে সবজি ক্রয় করার জন্য ব্যবসায়িরা আসে। এখান থেকে মালা কাচামাল কিনে নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে থাকে। সপ্তায় দু,দিন বারবাজারে সবজির আমদানি হয় পর্যাপ্ত পরিমানে। সেই কারণে বারবাজারের আশে পাশের প্রায় ১০-১২ টা ইউনিয়নের সকল কৃষকরা তাদের সবজি বিক্রি করে থাকেন। বারবাজার এলাকায় কৃষকরা বানিজ্যিক ভিত্তিতে সবজির আবাদ করে থাকে। অনেক কৃষক রয়েছে তারা ধানের চাষ বাদ দিয়ে সবজির চাষ করে থাকে সারা বছর।
এবার পটোলের বাপ্পার ফলন হলেও সঠিক দাম পাচ্ছে না কৃষক। ফলে কৃষকরা হতাশ হয়ে পড়েছে। বিগত বছর গুলোতে পটোলের দাম ২৫-৩০টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে কিন্তু এবছর করোনা ভাইরাস এর কারণে সেই পটোল বিক্রি হচ্ছে ১৩-১৬ টাকা কেজি দরে। ফলে উৎপাদনের তুলনায় বিক্রি হচ্ছে কম দামে। কৃষকরা বলছে যে পরিমান ক্ষেতের পোটল চাষ করতে খরচ হয়েছে তাতে করে বিক্রি করে লোকসান খেতে হচ্ছে।
বারবাজার সবজির ব্যবসায়ি মোবারক মেম্বর বলেন, গত বছর এই বারবাজার হাটের পটোল বিদেশের বাজারে বেশ চাহিদা ছিল যার কারণে পটোলের দাম ছিল বেশি কিন্তু বিদেশে পটোল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় দেশের বাজারে চাহিদা কম থাকায় দামও কম। যে কারণে বাইরে পটল বিক্রি না হবার কারণে দেশের মধ্যে বিক্রি করতে হচ্ছে। এজন্য কৃষকরা এবার বেশি দামে পোটল বিক্রি করতে পারছে না।