বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগ নেতা নুরনবী আজমল ব্যক্তিগতভাবে তার নিজ এলাকা চাওড়া ও বালিউড়ায় গতকাল দরিদ্র মানুষকে ঈদসামগ্রী বিতরণ করেন। মোট ৮শত ৪০জন মানুষকে তিনি ঈদ সামগ্রী বিতরণ করেন। সকাল সাড়ে এগারোটায় এ সমস্ত খাদ্যসামগ্রী বিতরণকালে আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষ থেকে ৫০০ জনকে ঈদ উপহর হিসেবে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাওসার ভুইয়া জীবন।