পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে সরবরাহকৃত করোনা প্রতিরোধক পিপিই টাকার বিনিময়ে সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্বয়ং স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের মাঝে টাকার বিনিময়ে ওই পিপিই বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের ডাক্তার এবং নার্সদের করোনা থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় পিপিই সরবরাহ করেন। সেই সঙ্গে ব্যক্তি পর্যায়েও স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০পিস পিপিই দেওয়া হয়। কিন্তু ব্যক্তি পর্যায়ে দেওয়া ওই পিপিই একটিও নার্সদের মাঝে সরবরাহ করা হয়না। আর সরকারিভাবে সরবরাহকৃত পিপিই নার্সদের মাঝে সরবরাহ করা হলেও টাকা নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র নার্স বলেন প্রতিটি সরকারি পিপিই ৮০০টাকার বিনিময়ে নার্সদের মাঝে সরবরাহ করা হয়। অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য স্টাফরাও কোন প্রকার পিপিই ছাড়াই কর্তব্য পালন করছেন। তবে স্বাস্ব্য কমপ্লেক্সের ডাক্তারগণ পিপিইসহ সকল প্রকার সুরক্ষা গ্রহণ করছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বলেন টাকার বিনিময়ে সরকারি পিপিই সরবরাহ করার অভিযোগ সত্য নয়। নার্সদের মাঝে কোন প্রকার টাকা পয়সা ছাড়াই পিপিই সরবরাহ করা হয়েছে।