আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এ ত্রাণ বিতরণ করা হয়।
করোনা ভাইরাসে কর্মবিমুখ ইউনিয়নের অসহায় পরিবারগুলো খাদ্য সংকটে রয়েছে। এসব মানুষের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার ইফতার শেষে রাতের আধাঁরে বেরিয়ে পড়েন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন। তিনি বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কাদের ঘরে খাবার নেই, কারা অসহায় জীবন যাপন করছেন, খোঁজ খবর নিয়ে প্রত্যেক পরিবারে নগদ ১০০ টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করেন।